স্বামী-স্ত্রী কে কোন পাশে ঘুমাবে?

জিজ্ঞাসা–৪১৩: স্বামী বিবির কোন পাশে ঘুমাবে? এ নিয়ে ইসলামে কোন বিধি বিধান আছে কি না ? জানালে হুজুর উপকৃত হবো।–মোঃ অানোয়ার হোসেন।
জবাব: স্বামী -স্ত্রী কে কোন পাশে ঘুমাবে–এব্যাপারে কোন বিধি-নিষেধ নেই; বরং প্রত্যেক নারী-পুরুষের জন্য ডান কাতে ঘুমানো সুন্নাত। কেননা রাসূল বলেছেন, إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাযের ওযুর মত ওযু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাও। (মুসলিম ২৭১০)

উপুড় হয়ে ঘুমানো মাকরূহ। কেননা রাসূল বলেছেন, إنها ضجعة يبغضها الله عز وجل ‘এটি এমন শয়ন, যাকে আল্লাহ তাআলা  খুব অপছন্দ করেন।’ (আবু দাউদ ৫০০১)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন–
সহবাসের সঠিক নিয়ম এবং স্ত্রীর গোপনাঙ্গের দিকে তাকানোর হুকুমস্ত্রীর পায়ুপথে সহবাস হারাম হওয়ার দলিল কী?
স্বামী-স্ত্রী পরস্পরের লজ্জাস্থানে মুখ লাগানোর হুকুমস্ত্রীর মাসিক চলাকলীন কনডম ব্যবহার করে সহবাস করা যাবে কি?গর্ভাবস্থায় সহবাসের হুকুম কি?
স্ত্রী যদি স্বামীর চাহিদা পূরণে ব্যর্থ হয়…স্বামী যদি স্ত্রীর চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে তার হুকুম কী?স্ত্রীর ঋতুকালীন স্বামী কোনো উপায়ে চাহিদা পূরণ করতে পারবে কি?
রুমে কেবল স্বামী স্ত্রী থাকলে বস্ত্রহীন হয়ে কি ঘুমানো যায়?
স্বামীও স্রী কি একসাথে জামাতে সালাত অাদায় করতে পারেন?
‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ কথাটা সত্য কিনা
বৌয়ের দুধ স্বামীর মুখে দিতে পারবে কি?
মহিলাদের চুলের বিভিন্ন কাটিং এর বিধান
জন্মনিয়ন্ত্রণের বৈধ পদ্ধতি আছে কি?
গর্ভবতী মায়ের আমল ও দোয়া
মোহর: স্ত্রী মাফ করে দিলে মাফ হয় কিনা?
ঘুমের ঘোরে স্ত্রীকে ‘তুই তালাক’ বললে তালাক হয় কিনা?
গর্ভবতী-মায়ের নামাজ এবং কিছু পরামর্শ
বাবা-মায়ের কথায় স্ত্রীকে তালাক দেয়া যাবে কিনা?
হায়েয অবস্থায় স্ত্রী সহবাস করলে কী করণীয়?রোজা রেখে স্ত্রীকে ধরে বা জড়িয়ে শোয়া যাবে?
স্ত্রীকে বোন,স্বামীকে ভাই বলে সম্বোধন করা যাবে কি?
মোহরের ক্ষেত্রে উত্তম পন্থা
মযী বা কামরস লেগে যাওয়ার সন্দেহ হলে কী করণীয়?
ফরজ গোসলের নিয়ম
চেহারা অসুন্দর আলেম-পাত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলে গুনাহ হবে কি?
গর্ভধারণের কারণে প্রাণনাশের আশঙ্কা থাকলে বাচ্চাদানি কেটে ফেলা যাবে কি?
পরপুরুষের সাথে কথা বলা যাবে কি?

১ টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 6 =