জিজ্ঞাসা–১৮৫৪: কুরবানি যদি কারো সাথে ভাগে নেওয়া হয় কিন্তু তাদের মধ্যে কারো উপার্জন হারাম হয় কিন্তু সেটা আমার অজানা,সেক্ষেত্রে কুরবানি হবে কিনা? আর যদি আমার জানা থাকে তার উপার্জন হারাম সেক্ষেত্রে কী করণীয় এবং যদি আমি একান্তই নিরুপায় হয়ে সেই ব্যক্তির সাথে ভাগ নেই সেক্ষেত্রে কুরবানি কবুল হবে কি?–পাবনা থেকে।
জবাব: কারো ব্যাপারে যদি একথা নিশ্চিতভাবে জানা যায় যে, তিনি হারাম টাকা দিয়েই কুরবানী দিচ্ছেন তাহলে তার সাথে কুরবানী করা জায়েজ হবে না। এরকম ব্যক্তির সাথে কুরবানীতে শরীক হলে উক্ত পশুতে শরীক সবার কুরবানী বাতিল হয়ে যাবে। সুতরাং সতর্কতার সাথে শরীক নির্বাচন করা জরুরী। (খুলাসাতুল ফাতওয়া ৪১৫)
আবু হুরায়রা রাযি থেকে রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
أَيُّها النَّاسُ، إنَّ اللَّهَ طَيِّبٌ لا يَقْبَلُ إلَّا طَيِّبًا
অবশ্যই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র (মালই) কবুল করে থাকেন। (মুসলিম ২৩৯৩, তিরমিযী ২৯৮৯, দারেমী ২৭১৭)
পক্ষান্তরে বিষয়টি যদি অজানা থাকে, তাহলে তাহলে তার সাথে কুরবানী করা জায়েজ হবে। কেননা, আল্লাহ তাআলা বলেন,
لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। (সূরা বাকারা ২৮৬)
শায়েখ উমায়ের কোব্বাদী