জিজ্ঞাসা–১৭৯৭: আমার প্রশ্নটি হলো, যদি কেউ ১২-১৩ বছর বয়সে হস্তমৈথুন করে বীর্যপাত ঘটায় তাহলে কি সে বালেগ বলে গণ্য হবে?–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: বীর্যপাত হওয়া বালেগ হওয়ার অন্যতম আলামত। সুতরাং যদি কেউ ১২-১৩ বছর বয়সে হস্তমৈথুন করে বীর্যপাত ঘটায় তাহলে সে বালেগ বলে বিবেচিত হবে।
প্রকাশ থাকে যে, ছেলেদের বালেগ হওয়ার আলামত হল:
ক) স্বপ্নদোষ হওয়া।
খ) বীর্যপাত হওয়া।
গ) দাঁড়ি বা গোঁফ উঠা।
বালেগ হওয়ার উপরোক্ত নির্দিষ্ট আলামত যদি কোনো ছেলের মধ্যে পাওয়া না যায় সেক্ষেত্রে তার বয়স যখন হিজরী বর্ষ হিসাবে পনেরো বছর পূর্ণ হবে তখন তাকে বালেগ গণ্য করা হবে এবং পনেরো বছর পূর্ণ হওয়ার পর কোনো আলামত পাওয়া না গেলেও সে বালেগ বলেই বিবেচিত হবে। (আল ইনায়া শারহুল হেদায়া ৮/২০১; আদ্দুররুল মুখতার ৬/১৫৩; তাফসীরে কুরতুবী ১২/১৫১)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী