জিজ্ঞাসা–১৭৮১: বয়সের কারণে রোজা রাখতে না পারলে আমাকে তারাবী পরতে হবে কি?–মমিনুল হক।
জবাব: রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর তারাবী মহানবী ﷺ কেবল রমজানের জন্য সুন্নত করেছেন। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى فَرَضَ صِيَامَ رَمَضَانَ عَلَيْكُمْ وَسَنَنْتُ لَكُمْ قِيَامَهُ
আল্লাহ তাআলা তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করেছেন এবং আমি তোমাদের জন্য তারাবীর নামাজকে সুন্নাত করে দিয়েছি। (নাসাঈ ২২১০)
সুতরাং অপারগতার কারণে রোজা রাখতে না পারলেও রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাত হিসাবে তারাবী পড়তে। আর যেহেতু এটি সুন্নাতে মুয়াক্কাদাহ সেহেতু এটি বিনা ওজরে ত্যাগ করলে গুনাহগার হবেন।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী