জিজ্ঞাসা–১৬৩৩: অমুসলিমদেরকে কি প্রাইভেট পড়ানো যাবে?–সালমান সিদ্দিকী।
জবাব: অমুসলিমদেরকে প্রাইভেট পড়ালে যদি নিজের ঈমান-আমলের এবং ইসলাম ও মুসলমানের ক্ষতি হবার সম্ভাবনা থাকে তাহলে উক্ত প্রাইভেট পড়ানো জায়েয হবে না। আর ঈমান-আমলের ক্ষতির সম্ভাবনা না থাকলে উক্ত প্রাইভেট পড়ানো নিষেধ নয়। কেননা, আল্লাহ তাআলা বলেন,
إِنَّمَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ قَاتَلُوكُمْ فِي الدِّينِ وَأَخْرَجُوكُمْ مِنْ دِيَارِكُمْ وَظَاهَرُوا عَلَىٰ إِخْرَاجِكُمْ أَنْ تَوَلَّوْهُمْ ۚ وَمَنْ يَتَوَلَّهُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ
আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন, যারা ধর্মের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে দেশ থেকে বহিস্কৃত করেছে এবং বহিস্কারকার্যে সহায়তা করেছে। যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই জালেম। (সূরা মুমতাহিনা-৮)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন