জিজ্ঞাসা–৬৮০: আমরা জানি যে, অমুসলিম কারো বাসায় দাওয়াতে গেলে যেকোন ধরনের গোস্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে। আমার প্রশ্ন হল মাছ খাওয়া ও কি হারাম হবে?–চৌধুরী ফারদীন।
জবাব: বিধর্মীদের রান্না করা খাবার যেমন, মাছ, তরকারি ইত্যাদি খাওয়া জায়েয আছে, যদি সে খাদ্যটি হারাম না হয় এবং তাতে যদি হারাম কোন কিছুর সংমিশ্রণ না থাকে। যেহেতু রাসূলুল্লাহ ﷺ অমুসলিমদের দেয়া দাওয়াত খেয়েছেন এবং তাদের দেয়া হাদিয়াও গ্রহণ করেছেন। (বুখারী ২৬১৫-১৮, ‘মুশরিকদের নিকট থেকে হাদিয়া গ্রহণ’ অনুচ্ছেদ) তবে তাদের যবহ করা পশুর গোশত খাওয়া যাবে না।
والله اعلم بالصواب