জিজ্ঞাসা–৮৪২: অমুসলিম কাউকে কি কুরবানি বা আকিকার গোশত থেকে খাওয়ানো যাবে?–Yamin Chowdhury
জবাব: অমুসলিম কাউকে কুরবানি বা আকিকার গোশত থেকে খাওয়ানো নিষেধ নয়, বিশেষত যদি তারা গরিব কিংবা প্রতিবেশী হয়। এর দলিল হল, আল্লাহ তাআলা বলেন,
لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
ধর্মের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিস্কৃত করেনি, তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালবাসেন। (সূরা মুমতাহিনাহ ৮)
আর তাদেরকে কুরবানি কিংবা আকিকার গোশত দেয়া সদাচরণেরই অন্তর্ভুক্ত; যার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন।
হাদিস শরিফে এসেছে, মুজাহিদ রহ. হতে বর্ণিত আছে, আবদুল্লাহ ইবনু আমর রাযি.-এর জন্য তার পরিবারে একটি ছাগল যবেহ করা হল। তিনি এসে বললেন, তোমরা কি আমাদের ইয়াহুদী প্রতিবেশীকে (গোশত) উপহার পাঠিয়েছ? আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি,
مَا زَالَ جِبْرِيلُ يُوصِينِي بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ
প্রতিবেশীর অধিকার প্রসঙ্গে জিবরীল আ. আমাকে অবিরত উপদেশ দিতে থাকেন। এমনকি আমার ধারণা হল যে, হয়ত শীঘ্রই প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবে। (তিরমিযি ১৯৪৩)
শায়েখ উমায়ের কোব্বাদী