জিজ্ঞাসা–১৭৫৬: অমুসলিম নারী ডাক্তার এর কাছে কি সন্তান ডেলিভারি করানো যাবে? শুরু থেকে সেই ডাক্তার এর চিকিৎসা নেওয়া হয়েছে তখন এই বিষয় টা খেয়ালে আসে নি। জাযাকুমুল্লাহ খইর।–Hasmina Binte Hasan
জবাব: মহিলাদের চিকিৎসার জন্য অমুসলিম মহিলা ডাক্তারের কাছে যাওয়া নিষেধ নয়। তবে মুসলিম মহিলা ডাক্তারের কাছে যাওয়া উত্তম। (সারাখসী, আল-মাবসূত ১০/১৫৬ কাসানী, বাদাই ৫/১২২)
ইসলামী ফিকাহ একাডেমি থেকে একটি সিদ্ধান্তে বলা হয়েছে–
الأصل أنه إذا توافرت طبيبة متخصصة يجب أن تقوم بالكشف على المريضة ، وإذا لم يتوافر ذلك فتقوم بذلك طبيبة غير مسلمة ثقة
শরিয়তের মূল বিধান হচ্ছে- বিশেষজ্ঞ মহিলা ডাক্তার মহিলা রোগীর চেক-আপ করবেন। যদি মুসলিম মহিলা ডাক্তার না পাওয়া যায় তাহলে বিশ্বস্ত অমুসলিম মহিলা ডাক্তার মহিলা রোগীর চেক-আপ করবেন। (একাডেমীর জার্নাল থেকে সংকলিত ৮/১/৪৯)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী