অযুরত অবস্থায় অযু ভঙ্গের কারণ ঘটলে করণীয়

জিজ্ঞাসা–৪৩৪: ওজুরত অবস্থায় (প্রায় শেষের দিকে) ওজু ভঙ্গের কারণ ঘটলে কি প্রথম থেকে আবার ওজু করতে হবে?– Mohammad Ismail Khan

জবাব: অযুরত অবস্থায় অযু ভঙ্গের কারণ ঘটলে প্রথম থেকে আবার অযু করতে হবে। (ফাতাওয়া মাহমুদিয়া ৫/৬০ ডাবেল)

سُئلت عمن أحدث أثناء وضوئہ ہل یکفیہ إتمامہ لذٰلک الوضوء أو یلزمہ الاستیناف؟ فالجواب أنہ یلزمہ الاستیناف کما أفتی شیخ الإسلام علی الاٰفندي (فتاویٰ الکاملیۃ ۱۰، بحوالہ حاشیۃ: فتاویٰ محمودیہ ۵؍۶۰ ڈابھیل)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =