জিজ্ঞাসা-০৬: কারো নিকট ৪.৫০ ভরি সোনা, ২০ তোলা রূপা ও ১ লক্ষ নগদ টাকা আছে। এখানে সোনার হিসাব করলে নেসাব পূর্ণ হয় না। কারণ ১ লক্ষ টাকায় ৩ তোলা সোনা পাওয়া যায় না। কিন্তু রূপার হিসাব করলে নেসাব পূর্ণ হয়। কারণ ১ লক্ষ টাকায় ৫২.৫০ তোলার চেয়ে বেশি রূপা পাওয়া যায়। তাহলে কিভাবে হিসাব করা হবে?–জাহিদুল আলম
জবাব : প্রশ্নোক্ত ক্ষেত্রে রূপার নেসাবের হিসাব করে জাকাত দিতে হবে। তাই স্বর্ণ-রূপার মূল্য ও নগদ অর্থ এক সাথে মিলিয়ে মোট সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত আদায় করতে হবে।
(হেদায়া : ১/১৯৬, আদদুররুল মুখতার : ২/৩০)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
কুরআন শরীফে নাকি ৬ টি আয়াত আছে যেগুলোকে আয়াতে শেফা বলে? ওই আয়াতগুলো দিয়ে কি ছোট বাচ্চাদেরকে সুস্থতার জন্য তাবিজ ব্যবহার করা যাবে?
যাকাতের জন্য স্বর্ণের অলঙ্কারের মূল্য কীভাবে নির্ধারণ করতে হয়? যেমনঃ কেনার সময় স্বর্ণের ভরি ৩০,০০০ টাকা ছিল আর, বর্তমান বাজারে ভরি ৪৫,০০০। আবার ওই অলঙ্কারটা বিক্রি করতে গেলে হয়ত ৩৬০০০ টাকা পাওয়া যাবে (দোকানে বিক্রির সময় প্রায় ২০% দাম কম ধরে)। এক্ষেত্রে আমি মূল্য কোনটা ধরে হিসাব করব?