অস্পষ্ট শব্দে তালাক; স্ত্রীকে ‘যা দিলাম’…বলা

জিজ্ঞাসা–১১৭৩: আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমার প্রচন্ড খারাপ লাগছিল, দম বন্ধ হয়ে আসছিল। তাই আমার স্বামীকে বলি, তুমি না হয় আমাকে ছেড়েই দাও। তোমার থেকে দূরত্বে থাকাটা আমার খুব বেশি প্রয়োজন। অন্তত কিছুদিনের জন্য হলেও আমাকে দূরে থাকতে দাও। কিছু দিনের জন্য হলেও আমাক মুক্তি দাও। আমার স্বামী তখন বলল, যা দিলাম, গ্রামের বাড়ি যাও, ওখানে গিয়ে কয়দিন থেকে আস। আমার প্রশ্ন হল, এতে কি আমার উপর তালাক পতিত হয়ে গেছে? আমার স্বামীকে অনেকবার জিজ্ঞেস করেছি। সে বলে, তুমি দূরত্ব চেয়েছ তাই গ্রামের বাড়ি যেতে বলছি। প্লিজ আমার উত্তরটা দিন।–Sorna

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

প্রশ্নপত্রের বর্ণনা মতে আপনার স্বামী আপনাকে তালাক শব্দ ব্যবহার না করে কিনায়া অর্থাৎ অস্পষ্ট শব্দ উচ্ছারণ করেছে। আর কিনায়া তালাকের ক্ষেত্রে নিয়ত তথা তালাকের ইচ্ছা থাকা অত্যাবশ্যক। আর কেনায়া তালাক দ্বারা এক তালাকে বায়েন পতিত হয় ৷ কিন্তু আপনার স্বামীর বক্তব্য থেকে বুঝা যায়, তিনি তালাকের নিয়তে কথাটা বলেন নি। সুতরাং আপনাদের বৈবাহিক সম্পর্ক বহাল আছে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া, ১/৩৭৫)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 4 =