জিজ্ঞাসা–১২৩৮: শায়েখ! হোটেলে বা আত্মীয়ের বাসায় খেতে গেলে আমার সন্দেহ হয়, হাত দিয়ে খাবার বানানোর সময় ওনার হাত পাক ছিলো কিনা! আর যাদের ছোট বাচ্চা তাদের রান্না করা কিছু নিয়েও খুব সন্দেহ হয় (বিশেষত যারা প্রাক্টিসিং না)। শায়েখ! আমার সন্দেহ কি ঠিকআছে নাকি বাড়াবাড়ি?–তাসনিম।
জবাব: প্রিয় ভাই, দেখুন, রাসূলুল্লাহ ﷺ অমুসলিমদের দেয়া দাওয়াতও খেয়েছেন। (বুখারী: ২৬১৫-১৮, ‘মুশরিকদের নিকট থেকে হাদিয়া গ্রহণ’ অনুচ্ছেদ) সুতরাং আপনার উক্ত সন্দেহ প্রবণতা পরিহার করা উচিত। মানুষকে, সমাজকে ও পরিবেশকে বিশ্বাস করাই স্বাভাবিকতা ও মধ্যম্পন্থা। অবশ্য কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিশ্চয়ই এসব থেকে দূরে থাকবেন। হাদিস শরিফে এসেছে, আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
ما عَابَ النبيُّ ﷺ طَعَامًا قَطُّ؛ إنِ اشْتَهَاهُ أكَلَهُ، وإلَّا تَرَكَهُ
নবীজী ﷺ কোন সময় কোন খাদ্যকে মন্দ বলেন নি। কোন খাদ্য প্রিয় হলে খেয়েছেন আর পছন্দ না হলে ছেড়ে দিয়েছেন। (সহিহ বুখারী ৩৫৬৩)
শায়েখ উমায়ের কোব্বাদী