আত্যাহিয়্যাতুর স্থলে ভুলবশত সূরা ফাতিহা পড়লে…

জিজ্ঞাসা-২৭: কোনো ব্যক্তি যদি প্রথম কিংবা শেষ বৈঠকে আত্যাহিয়্যাতুর স্থলে ভুলবশত সূরা ফাতিহা পড়ে, তাহলে তার সাহূ সিজদা করতে হবে কি ?–আবদুল্লাহ।

জবাব: আত্যাহিয়্যাতু/ তাশাহ্হুদের স্থলে ভুলবশত সূরা ফাতিহা পড়লে সাহূ সিজদা করা আবশ্যক। (ফাতাওয়া হিন্দিয়্যাহ-১/১২৭, আলমুহীতুল বুরহানী-২/২৫১।)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =