জিজ্ঞাসা–১৬৯৯: আপন ভাইকে যাকাত দেওয়া যাবে কি না?–ডাঃ শরিফ।
জবাব: আপন ভাই যাকাত গ্রহণের উপযুক্ত হলে তাকে যাকাতের টাকা দেয়া যাবে। বরং উত্তম। কেননা, তাকে দিলে দুটি সওয়াবের অধিকারী হবেন। সদাকার সাওয়াব ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব।
হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ ﷺ বলেন,
الصدقة في المسكين صدقة وفي ذي الرحم صدقة وصلة
মিসকীনকে যাকাত দেওয়া সদকা। আর আত্মীয়কে দেওয়া সদকা ও আত্মীয়তার হক আদায়। (মুসনাদে আহমাদ ১৫৭৯৪ সুনানে নাসাঈ ২৫৮২)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন