আমি একজন আলেম মানুষ কিন্তু আমি ওয়াসওসায় আক্রান্ত বেক্তি!

আমি একজন আলেম মানুষ কিন্তু আমি ওয়াসওসায় আক্রান্ত বেক্তি। বহুদিন যাবত আমার তালাকের মাসআলা নিয়ে ওয়াসওসা হচ্ছে। সাথে সাথে আমার বউয়ের সাথে ও আমার তেমন ভালো সমপর্ক নেয়, গত দুদিন আগে আমি তারে মেসেজ করতেছিলাম হঠাৎ আমি লেখতেছিলাম, গজব গজব গজব পড়বো, এই বাক্যটা লেখার সময় তালাকের বিষয় মনে আসে তখন আমি মনে মনে ভাবতে থাকি যে এই শব্দ দারা তো তালাক পড়বে না, আর এই শব্দটা তো তালাকের অর্থ বহন করে কিনা,নিয়ত করলে তালাক পড়বে, আর গায়রে মহতামাল শব্দ দ্বরা পড়বে কিনা,, মনেমনে বলি আমি চাইলে পড়বে। তারপর গজব গজব গজব গজব শব্দ লেখার সময় মনে মনে বলি সরিহ শব্দ যেমন তিনবার লেখলে তিন পড়ে কিনায়ার ক্ষেত্রে ও নিয়ত করলে পড়বে এই গুলো ভাবতে ভাবতে তারে মেসেজে শুধু এতো টুকু লেখছি,( গজব গজব গজব পড়বো) পড়বো লেখার সময় যাতে তালাক না পড়ে তাই পড়ুক না লেখে পড়বো লেখছি, এর পরপরে আমার সন্দেহ সৃষ্টি হয়ে যায় যে তালাক পড়লে গেলো কিনা,।তখন মনেমনে বলি পড়লে পড়ুক।। ১। কিনায়া শব্দের ক্ষেত্রে নিয়ত বলতে কি বুঝায়, কিনায়া বলা বা লেখার সময় মনে তালাকের চিন্তাটাই কি নিয়ত ২। আমার এই ঘটনা দারা কি তালাক পড়বে??

 

প্রশ্ন করেছে: নাম প্রকাশে অনিচ্ছুক
ই-মেইল ঠিকানা: [email protected]