আরেকজনের ওয়াই-ফাই বিনা অনুমতিতে এবং গুনাহর কাজে ব্যবহার করা

জিজ্ঞাসা–১৫১১: ওয়াই-ফাই নেটওয়ার্ক দিয়ে কেউ যে কোন মন্দ কাজ করলে ওই কাজের পাপ কী যার নামে ওয়াই-ফাই লাইন রয়েছে তার কি পাপ হবে?–নাদিম মোস্তফা।

জবাব: যদি উক্ত অপব্যবহার মালিকের সম্মতিতে হয়ে থাকে তাহলে মালিকেরও গুনাহ হবে। অন্যথায় নয়। কেননা, আল্লাহ তাআলা বলেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ

তোমরা সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সহযোগিতা করো, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহায়তা করো না। (সূরা মায়েদা ২)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, لا ضرر ولا ضرار ‘ক্ষতি ও ক্ষতি সাধনের কোন অনুমতি নেই।’ (সুনানে দারাকুতনী ৩০৭৯)

উল্লেখ্য, পাসওয়ার্ড হ্যাক করে বা বিনা অনুমতিতে অন্যের ওয়াই-ফাই ব্যবহার করাটা একধরনের চুরি, যা নিঃসন্দেহে হারাম। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

أَلَا لا يَحِلُّ مالُ امرِىءٍ إلا بِطِيبِ نفسٍ منه

সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারো জন্য হালাল নয়। (আহমাদ ২০৬৯৫, শু‘আবুল ঈমান ৫১০৫, ইরওয়া ১৪৫৯, সহীহ আল জামি’ ৭৬৬২)

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − seven =