‘আল্লাহ’ শব্দ লেখা গোশত খাওয়া যাবে কি?

জিজ্ঞাসা–৬৭৮: আল্লাহ শব্দ লেখা গোশত খাওয়া যাবে কিনা?–আবু বকর সিদ্দীক।

জবাব: উক্ত গোশত খাওয়াতে কোনো সমস্যা নেই। বরং বরকতের নিয়তে খুশি মনেই খাওয়া উচিত। (ফাতাওয়া কাসিমীয়া ২৪/৭৬)

قَالَ: الْبَيْهَقِيُّ أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ فِي ذِكْرِ مَنْصُورِ بْنِ عَمَّارٍ، أَنَّهُ أُوتِيَ الْحِكْمَةَ وَقِيلَ: إِنَّ سَبَبَ ذَلِكَ أَنَّهُ وَجَدَ رُقْعَةً فِي الطَّرِيقِ مَكْتُوبًا عَلَيْهَا بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَأَخَذَهَا فَلَمْ يَجِدْ لَهَا مَوْضِعًا فَأَكَلَهَا فَأُرِيَ فِيمَا يَرَى النَّائِمُ قَائِلًا يَقُولُ لَهُ: قَدْ فَتَحَ اللهُ عَلَيْكَ بَابُ الْحِكْمَةِ بِاحْتِرَامِكَ لِتِلْكَ الرُّقْعَةِ، وَكَانَ بَعْدَ ذَلِكَ يَتَكَلَّمُ بِالْحِكْمَةِ

অর্থাৎ, ইমাম বাইহাকি রহ. বলেন, আমাকে মানসূর ইবন আম্মার; যাকে ইলম-হেকমত দান করা হয়েছে- তাঁর সম্পর্কে আবু আব্দুর রহমান আসসুলামি সংবাদ দিয়েছেন যে, এর কারণ হল, তিনি বিসমিল্লাহ…লিখিত একটি কাগজের টুকরা রাস্তায় পেয়েছিলেন। তারপর হেফাজত করার উপযুক্ত স্থান না পেয়ে খেয়ে ফেললেন। তারপর রাতে তিনি স্বপ্নে দেখেন, জনৈক কথক তাঁকে বলছেন, আল্লাহ তাআলা ওই কাগজের টুকরাকে সম্মান করার কারণে তোমার জন্য ইলম-হেকমতের দরজা খুলে দিয়েছেন। এরপর থেকে তিনি প্রজ্ঞার সঙ্গে কথা বলতেন। (বাইহাকি, শুয়াবুল ঈমান ২৪৩৩)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 9 =