জিজ্ঞাসা–১১৩৪: আসরের ওয়াক্ত কখন শুরু হয় এ নিয়ে কোনো হাদিস আছে? রেফারেন্সসহ দিলে অনেক উপকৃত হতাম।–Nazmul Ahsan Ruhan
জবাব: প্রতিটা জিনিসের আসল ছায়া ব্যতীত তার ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে। জোহরের নামাযের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে আসরের নামাযের ওয়াক্ত শুরু হয়ে যায়। এর মাঝখানে কোনো বিরতি নেই। (আল বাহরুর রায়েক ১/৪২৫)
হাদীস শরীফে এসেছে, আবূ হুরায়রা রাযি. বলেন,
أَنَا أُخْبِرُكَ، صَلِّ الظُّهْرَ، إِذَا كَانَ ظِلُّكَ مِثْلَكَ .وَالْعَصْرَ، إِذَا كَانَ ظِلُّكَ مِثْلَيْكَ
আমি তোমাদের জানাচ্ছি যে, যখন তোমার ছায়া তোমার সমান হয়, তখন যোহরের নামায পড়, আর যখন তা দ্বিগুণ হয়, তখন আসরের নামায পড়। (মুয়াত্তা মালিক ১২, ৯, মুসান্নাফ আব্দুর রাজ্জাক ২০৪১, কানযুল উম্মাল ২১৭৩৪)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী