জিজ্ঞাসা–১৮০: আসসালামু আলাইকুম। আমি আমার পুত্র সন্তানের নাম ‘তাহমিদ আহমেদ’ (Tahmid Ahmed) রাখতে চাই। দয়া করে জানাবেন কি নামের বানান (বাংলা ও ইংরেজি) সঠিক কিনা এবং নামটি অর্থপূর্ণ কিনা?–Mohammad Tafsir Ahmed
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
‘আহমেদ’ ‘আহম্মদ’ অনেকেই এ নামটিকে এভাবে উচ্চারণ করে বা লেখে। এভাবে বলা বা লেখা দুটোই ভুল। নামটির সঠিক উচ্চারণ ‘আহমাদ’ বা ‘আহমদ’। বিশেষত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হওয়ার কারণে এবং নামটি পবিত্র কোরআনে আসার কারণে এর বিকৃত উচ্চারণ বড় ধরনের অন্যায়।
‘আহমাদ’ শব্দের দু’টি অর্থ। (ক) ‘অধিক প্রশংসিত’, আল্লাহর বান্দার মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য। (খ) আল্লাহর সর্বাধিক প্রশংসাকারী। সুতরাং ‘তাহমিদ আহমাদ’ এর অর্থ–আল্লাহর বান্দার মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য বা আল্লাহর সর্বাধিক প্রশংসাকারীর প্রশংসা করা। অর্থাৎ নবীজীর প্রশংসা করা। অতএব ‘তাহমিদ আহমাদ’ নিঃসন্দেহে অর্থপূর্ণ বিধায় আপনার ছেলের নাম রাখতে পারেন। তবে যেকোনো ভাষায় লেখা ও বলার সময় এর সঠিক উচ্ছারণের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে।
শায়েখ উমায়ের কোব্বাদী
শেখ রিদওয়ান আহমাদ নিহান নামের অর্থ কী বলবেন?
শেখ অর্থ সম্মানিত। রিদওয়ান অর্থ সন্তুষ্টি। আহমাদ অধিক প্রশংসিত। নিহান অর্থ রহস্য।
আসসালামু আলাইকুম… হযরত আমি আসার বাগ্নের নাম রাইয়ান আহমাদ রেখেছি… নামটা অর্থগত দিক থেকে ঠিক আছে? না থাকলে দয়া করে কি হবে বলবেন?
ধন্যবাদ
ঠিক আছে।
ধন্যবাদ… হযরত পুরো নামটার অর্থটা যদি বলতেন…🙂
রাইয়ান অর্থ, যে ব্যক্তি পান করে তৃপ্ত। তা ছাড়া এটি জান্নাতের একটি দরজার নামও, যেখান দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। সুতরাং রাইয়ান আহমাদ-এর অর্থ দাঁড়ায়, আল্লাহর সর্বাধিক প্রশংসাকারী যিনি পান করে তৃপ্ত।
অসংখ্য ধন্যবাদ❤
আল্লাহ্ আপনাকে সুস্থতার সাথে দীর্ঘায়ূ দান করুক..আমিন
“ আহমাদ আফিফ/ আহমাদ আফিফ আদ-দ্বীন “ কোন নামটি রাখা বেশী বরকতময়?
আফিফ অর্থ পবিত্র বা নিরাপদ। সুতরাং অর্থ ও শব্দ-গঠন বিবেচনায় আহমাদ আফিফ নামটা সঠিক।
আমার ছেলের নাম রুশলান আহমাদ রাখতে পারবো?
রুশনাল আরবী শব্দ নয় তাই এর অর্থ আমার জানা নেই। তবে আহমাদ নাম রাখা জায়েয ও বরকতময়।
শুকরিয়া