জিজ্ঞাসা–১৬২২: আমাদের মসজিদে রমজানের শেষ দশকে ইতিকাফরত এক ব্যক্তি জানাযার নামাজে শরিক হওয়ার জন্য মসজিদের বাইরে পার্শ্ববর্তী মাঠে যায়। এতে তার ইতিকাফের কোন ক্ষতি হয়েছে কি?–আবুল কাশেম।
জবাব: ইতিকাফরত অবস্থায় জানাযার নামাযের উদ্দেশ্যে মসজিদ থেকে বের হওয়ার কারণে তার সুন্নত ইতিকাফ ভেঙ্গে গেছে। এর দলিল হল, আয়েশা রাযি. বলেন,
السُّنَّةُ على المعتَكفِ أن لا يعودَ مريضًا ولا يشهدَ جنازةً ولا يمسَّ امرأةً ولا يباشرَها ولا يخرجَ لحاجةٍ إلَّا لما لا بدَّ منهُ ولا اعتِكافَ إلَّا بصومٍ ولا اعتِكافَ إلَّا في مسجدٍ جامِعٍ
ইতিকফকারীর নিয়ম হল, সে যেন কোন রোগীর পরিচর্যার জন্য গমন না করে, জানাযার নামাযে শরীক না হয়, স্ত্রীকে স্পর্শ না করে এবং তার সাথে সহবাস না করে। আর সে যেন বিশেষ প্রয়োজন ব্যতীত মসজিদ হতে বের না হয়। রোযা ব্যতীত ই’তিকাফ নেই এবং জামে মসজিদ ব্যতীত ই’তিকাফ শুদ্ধ নয়। (সুনান আবু দাউদ ২৪৭৩)
সুতরাং এ ক্ষেত্রে উক্ত ব্যক্তির করণীয় হল, রোজাসহ একদিনের ইতিকাফ কাযা করে নেয়া।