জিজ্ঞাসা–১৬৪৭: বিশুদ্ধ মত হল, ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়বে না–এটা আমি জানি। আমার প্রশ্ন হল, কোনো ব্যক্তি যদি ভুলে ইমামের পিছনে কেরাত পড়ে ফেলে তাহলে কি সে সাহু সিজদা দিবে?–সাজেদুর রহমান।
জবাব: আল্লাহ তাআলা বলেছেন,
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ كَانَ لَهُ إِمَامٌ فَقِرَاءَتُهُ لَهُ قِرَاءَةٌ
যে ব্যক্তির ইমাম আছে তার ইমামের কেরাতই তার জন্য কেরাত বলে ধর্তব্য হবে। (সুনানে ইবন মাজাহ ৮৫০)
এ কারণেই উপরোক্ত দলিলসহ আরো বহু দলিলের ভিত্তিতে হানাফি মাজহাবের ফকিহগণ এবং অন্যান্য মাজহাবের অধিকাংশ ফকিহ বলে থাকেন যে, মুক্তাদি ইমামের পিছনে কেরাত পড়বে না। যদি পড়ে তাহলে তা মাকরূহ হবে। কেননা, আলী রাযি. বলেছেন,
من قرأ خلف الإمام فقد أخطأ الفطرة
যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ল সে স্বভাববিরোধী কাজ করল। (কাবীরী ৫২৭)
তবে যেহেতু নামাজের ক্ষেত্রে মুক্তাদী ইমামের অনুগত তাই ফকিহগণ বলেন,
وسهو المقتدى لا يوجب السهو
মুক্তাদীর ভুলের কারণে সাহু সিজদা ওয়াজিব হয় না। (প্রাগুক্ত ৪৬৫)
সুতরাং প্রশ্নোক্ত সূরতেও মুক্তাদীর উপর সাহু সিজদা ওয়াজিব হবে না।