জিজ্ঞাসা–১০৬৩: জামাতে নামায পড়ার সময় মুক্তাদি কী বলবে আর কী বলবে না?–Hossain
জবাব: জামাতে নামাযে পড়ার সময় ইমাম যা বলবেন ও করবেন মুসল্লিগণ তা-ই করবেন ও বলবেন। তবে ইমাম যখন কিরাত পাঠ করবেন, তখন মুসল্লিগণ চুপ থাকবেন। এমনটিই হাদীস দ্বারা প্রমাণিত। যেমন, আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إنَّما جُعِلَ الإمامُ ليؤتمَّ به، فإذا كبَّر فكبِّروا، وإذا قرأَ فأَنصِتوا، وإذا قال: غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ، فقولوا: آمِينَ، وإذا ركَع فارْكعوا، وإذا قال: سمِعَ اللهُ لِمَن حمِدَه، فقولوا: اللهمَّ ربَّنا ولك الحمد، وإذا سجَد فاسجدُوا
‘জামাতের নামাযে ইমাম হল অনুসরণের জন্য। অতএব, ইমাম যখন আল্লাহু আকবর বলবে, তোমরাও আল্লাহু আকবর বলবে। আর ইমাম যখন কিরাআত পড়বে তখন তোমরা চুপ থাকবে। যখন ইমাম বলবে غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ তখন তোমরা ‘আমীন’ বলবে। যখন তিনি রুকু করবেন তখন তোমরাও রুকু করবে। যখন তিনি سمِعَ اللهُ لِمَن حمِدَه বলবে তখন তোমরা اللهمَّ ربَّنا ولك الحمد বলবে। যখন তিনি সিজদা দিবেন তখন তোমরাও সিজদা দিবে। (সুনানে ইবনে মাজাহ ১/৬১)
সুতরাং শুধু কিরাত ছাড়া সকল ক্ষেত্রে ইমামের মতই আমল করতে হবে। তবে ইমাম মুসল্লিগণকে জানাতে তাকবীর জোরে জোরে বলবে, কিন্তু মুসল্লিগণ আস্তে বলবেন।
শায়েখ উমায়ের কোব্বাদী
- ইমামের পিছনে নামাজ পড়লে কি সূরা ফাতিহা পড়তে হবে?
- ইক্তেদা কী? ইমামের ইক্তেদা না করলে কি নামাজ হবেনা?
- বিদআতি ইমামের পিছনে নামায বর্জন করতে গিয়ে জামাত বর্জন করা যাবে কি?
- মাসবুক ব্যক্তি ভুলে ইমামের সঙ্গে সালাম ফিরিয়ে ফেললে…
- মাসবূক-ব্যক্তি ইমামের সঙ্গে শেষ বৈঠকে তাশাহহুদের পর দুরুদ পড়া
- ইমামের সাথে সাহু সিজদা দিতে হবে কি?
- ইমামের অযু ভেঙ্গে গেলে করণীয়
- নিম্নস্বরের কেরাত-বিশিষ্ট নামাজে ইমামের পিছনে কিরাত পড়তে হবে?
- ফাসেক ইমামের ব্যাপারে মসজিদ কমিটির করণীয় কী?