জিজ্ঞাসা–১৭০৬: মুহতারাম, জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব দুই রাকাত পড়ার পর অসুস্থবোধ মনে করলে বাকি দুই রাকাত কি বসে পড়াতে পারবে?–ওমর ফারুক।
জবাব: ইমাম যদি দাঁড়িয়ে নামায শুরু করে তারপর অসুস্থতা বা কোন সমস্যার কারণে তাকে বসতে হয় তাহলে তার জন্য অবশিষ্ট নামাযের ইমামতি বসে করা বৈধ। আর তখন পেছনের মুক্তাদিগণ স্বাভাবিকভাবে দাঁড়িয়েই নামায করবে এবং যথা নিয়মে ইমামের অনুসরণের নামায শেষ করবে। (আদদুররুল মুখতার ২/৩৩৬,৩৩৮ মাকতাবা জাকারিয়া, দেওবন্দ)
এর দলিল হল, সহিহ বুখারীর এক দীর্ঘ হাদিসে এসেছে, আবু বকর রাযি. প্রথমে দাঁড়িয়ে সাহাবীদেরকে নিয়ে নামায শুরু করেছেন। কিছুক্ষণ পর নবীজী ﷺ দু জন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে এসে আবু বকর রাযি. যতদূর নামায পড়িয়েছিলেন সেখান থেকে বসে বসে নামাযের ইমামতি করেছেন। কিন্তু তার পেছনে আবু বকর রাযি.সহ অন্যান্য সাহাবীগণ সকলে দাঁড়িয়েই নামায পড়েছেন। (সহিহ বুখারী ৬৮৭)