জিজ্ঞাসা–১১০০: ইমাম নামাযে কোন ভুল করলে মুক্তাদি কিভাবে লোকমা দিবে? বিশেষ করে সালামের সময়।–Sourov
জবাব: ইমামের ভুল হলে সুবহানাল্লাহ বলে লোকমা দেয়া সুন্নত। কেননা, একাধিক হাদীসে সুবহানাল্লাহ বলে লোকমা দেওয়ার কথা আছে। যেমন, এক হাদীসে এসেছে,
مَن رَابَهُ شيءٌ في صَلَاتِهِ، فَلْيُسَبِّحْ فإنَّه إذَا سَبَّحَ التُفِتَ إلَيْهِ
নামাজে কিছু ঘটলে যেন সুবহানাল্লাহ বলে। কেননা এটা শুনলে তার দিকে দৃষ্টিপাত না করে পারত না। (বুখারী ৬৫০)
সুতরাং কোনো ভুলের ব্যাপারে ইমামকে সতর্ক করতে চাইলে আল্লাহু আকবার না বলে সুবহানাল্লাহ বলা উচিত।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী