জিজ্ঞাসা–১১৫৩: কাউকে গালিগালাজ করার ব্যাপারে ইসলাম কী বলে?:–নাজমুল আহসান রুহান।
জবাব: হাসি-কৌতুক ও ঠাট্টাচ্ছলেও অন্যকে গালি দেয়া ইসলামের দৃষ্টিতে হারাম ও কবিরা গুনাহ। এর দলিল হল–
১. আল্লাহ তাআলা বলেন,
২. রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ
সলিমকে গালি দেওয়া গোনাহের কাজ এবং তার সাথে মারামারিতে প্রবৃত্ত হওয়া কুফুরি। (সহিহ মুসলিম ১২৫)
৩. রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
مِنَ الكَبَائِر شَتْمُ الرَّجُل وَالِدَيهِ !»، قَالُوا : يَا رَسُولَ اللهِ ﷺ ، وَهَلْ يَشْتُمُ الرَّجُلُ وَالِدَيْهِ ؟! قَالَ: نَعَمْ، يَسُبُّ أَبَا الرَّجُلِ، فَيَسُبُّ أبَاه، وَيَسُبُّ أُمَّهُ، فَيَسُبُّ أُمَّهُ
কবিরা গুনাহসমূহের একটি হল, আপন পিতা-মাতাকে গালি দেওয়া। জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসূল! আপন পিতা-মাতাকে কি কোনো ব্যক্তি গালি দেয়? তিনি বললেন, হ্যাঁ, সে লোকের পিতাকে গালি-গালাজ করে, তখন সেও তার পিতাকে গালি-গালাজ করে থাকে এবং সে অন্যের মা-কে গালি দেয়, সুতরাং সেও তার মা-কে গালি দেয়। ( বুখারী ৫৯৭৩, মুসলিম ৯০, তিরমিযী ১৯০২, আবূ দাউদ ৫১৪১, আহমাদ ৬৪৯৩)
শায়েখ উমায়ের কোব্বাদী