জিজ্ঞাসা–১৮৫২: আমার ইহরাম অবস্থায় অনিচ্ছাকৃতভাবে নাক পরিষ্কার করার সময় লোম উপড়ে গিয়েছিল, এর জন্য কী দম ওয়াজিব হবে? আর দম দেওয়ার সামর্থ না থাকলে কী করব?–মক্কা থেকে।
জবাব: প্রশ্নোক্ত সুরতে দম ওয়াজিব হয় নি। তবে কিছু সদকা করে দিতে হবে। কেননা, যদি ওঠে যাওয়া চুল বা পশমের পরিমাণ তিনটি বা তার কম হয় তাহলে এক মুষ্ঠি পরিমাণ গম বা তার মূল্য সদকা করে দিতে হয়। আর যদি ওঠে যাওয়া চুল বা পশমের পরিমাণ তিনটির বেশি হয় তাহলে আধা সা গম (পৌনে দুই সের) বা তার মূল্য সদকা করে দিতে হয়। (গুনয়াতুন নাসিক ২৫৬)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী