জিজ্ঞাসা–১৪১৬: আমি টিউশনি করে নিজের খরচ চালাই। আমার মা টিকা দিয়ে কিছু আয় করেন আর আত্মীয়রা অল্প কিছু সাহায্য করেন। এতে মাসিক খরচ টানাটানিতে চলে যায় কম-বেশী। আমার বাবা মারা যাবার সময় কিছু ঋণ রেখে গিয়েছেন। সেই ঋণ শোধ করার টাকা কোনো মতেই যোগাড় হচ্ছে না। পাওনাদারেরা টাকার জন্য চাপ দেয়। এখন প্রশ্ন হচ্ছে, আমি কি যাকাত নিতে পারব? সেই যাকাতের টাকা দিয়ে কি ঋণ শোধ করতে পারব?–Amxad
জবাব: প্রশ্নের বিবরণ থেকে বোঝা যাচ্ছে, আপনি যাকাত গ্রহণ করতে পারবেন। কেননা, শরিয়তের বিধান হল, যে ব্যক্তির কাছে যাকাতযোগ্য সম্পদ নিসাব পরিমাণ নেই এবং প্রয়োজনের অতিরিক্ত অন্য ধরনের মাল-সামানাও নিসাব পরিমাণ নেই এই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে। অনুরূপভাবে যে ব্যক্তি এমন ঋণগ্রস্থ যে, ঋণ পরিশোধ করার পর তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে না তাকে যাকাত দেওয়া যাবে। (মুসান্নাফে ইবনে আবী শায়বা ১০৫৩৬)
আল্লাহ তাআলা বলেন,
اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَ الْمَسٰكِیْنِ وَ الْعٰمِلِیْنَ عَلَیْهَا وَ الْمُؤَلَّفَةِ قُلُوْبُهُمْ وَ فِی الرِّقَابِ وَ الْغٰرِمِیْنَ وَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَ ابْنِ السَّبِیْلِ ؕ فَرِیْضَةً مِّنَ اللّٰهِ ؕ وَ اللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ
যাকাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও যাকাতের কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য, যাদের মনোরঞ্জন উদ্দেশ্য তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারী ও মুসাফিরের জন্য। এ আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (সূরা তাওবা ৬০)
শায়েখ উমায়ের কোব্বাদী