জিজ্ঞাসা–৭১৭: আসসালামু আলাইকুম, আমি একটি সমিতি থেকে মুনাফাভিত্তিক ঋণ নিয়েছি ২ লক্ষ টাকা। এতে মুনাফা প্রায় ১ লক্ষ টাকা এসেছে সমিতিটি প্রায় বিলুপ্ত হবার পথে । এই অবস্থায় আমি যদি মুনাফার টাকা ছাড়া শুধু আসল টাকা বা সামান্য মুনাফাসহ ঋণ পরিশোধ করতে চাই তাহলে সমিতির কর্মকর্তারা মেনে নিবে। এই অবস্থায় আমার জন্য কি সব মুনাফা পরিশোধ করা উচিৎ নাকি কম মুনাফাসহ ঋণপরিশোধ করা উচিৎ?–Masum Billah
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
প্রশ্নোক্ত সূরতে ঋণের বিপরীতে যে অতিরিক্ত মুনাফার কথা বলা হয়েছে, তা মূলত সুদ। আর সুদ দেয়া ও নেয়া উভয়টাই হারাম। সুতরাং আপনি কেবল মূল টাকা পরিশোধ করবেন। আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ. فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ ۖ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যে সমস্ত বকেয়া আছে, তা পরিত্যাগ কর, যদি তোমরা ঈমানদার হয়ে থাক। অতঃপর যদি তোমরা পরিত্যাগ না কর, তবে আল্লাহ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। কিন্তু যদি তোমরা তওবা কর, তবে তোমরা নিজের মূলধন পেয়ে যাবে। তোমরা কারও প্রতি অত্যাচার করো না এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না। (সূরা বাকারা ২৭৮, ২৭৯)
শায়েখ উমায়ের কোব্বাদী