জিজ্ঞাসা–১৬৫৫: আমার জানার খুব ইচ্ছা যে, এই পৃথিবী কখন ধ্বংস হবে?–আবু সিয়াম পাটোয়ারী।
জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, এই পৃথিবী কখন ধ্বংস হবে; এ সম্পর্কে কেউ অবগত নয়। এর চূড়ান্ত জ্ঞান কেবল আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলেন,
يَسۡـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرۡسَىٰهَا. فِيمَ أَنتَ مِن ذِكۡرَىٰهَآ. إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ. إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخۡشَىٰهَا
তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে? এ বিষয়ে আলোচনা করার সাথে আপনার কী সম্পর্ক? এর চূড়ান্ত জ্ঞান কেবল আপনার পালনকর্তার কাছে। যে একে ভয় করে আপনি তো কেবল তাকে সতর্ক করবেন। (সূরা আননাযিয়া’ত ৪২-৪৫)
একারণেই রাসুলুল্লাহ ﷺ-কে পৃথিবী কবে ধ্বংস হবে; এ প্রশ্ন করলে তিনি উল্টো সতর্কতামূলক প্রশ্ন করে বলতেন, সে জন্য তুমি কী প্রস্তুতি নিয়েছ? যেমন, হাদিস শরিফে এসেছে, আনাস রাযি. থেকে তিনি বর্ণিত, তিনি বলেন,
أنَّ رَجُلًا مِن أهْلِ البَادِيَةِ أتَى النَّبيَّ ﷺ فَقالَ: يا رَسولَ اللَّهِ، مَتَى السَّاعَةُ قَائِمَةٌ؟ قالَ: ويْلَكَ! وما أعْدَدْتَ لَهَا؟ قالَ: ما أعْدَدْتُ لَهَا إلَّا أنِّي أُحِبُّ اللَّهَ ورَسولَهُ، قالَ: إنَّكَ مع مَن أحْبَبْتَ. فَقُلْنَا: ونَحْنُ كَذلكَ؟ قالَ: نَعَمْ. فَفَرِحْنَا يَومَئذٍ فَرَحًا شَدِيدًا، فَمَرَّ غُلَامٌ لِلْمُغِيرَةِ -وكانَ مِن أقْرَانِي- فَقالَ: إنْ أُخِّرَ هذا، فَلَنْ يُدْرِكَهُ الهَرَمُ حتَّى تَقُومَ السَّاعَةُ
এক গ্রাম্য লোক নবী ﷺ-এর খিদমাতে এসে বলল, হে আল্লাহর রাসূল! কেয়ামত কবে হবে? তিনি বললেন, তোমার জন্য আক্ষেপ, তুমি এর জন্য কী প্রস্তুতি গ্রহণ করেছ? সে জবাব দিল, আমি তো তার জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করি নি, তবে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি। তিনি বললেন, তুমি যাকে ভালবাস, কিয়ামতের দিন তুমি তাঁর সঙ্গেই থাকবে। তখন আমরা বললাম, আমাদের জন্যও কি এরূপ? তিনি বললেন, হাঁ। এতে আমরা সে দিন অতিশয় আনন্দিত হলাম। আনাস (রাঃ) বলেন, এ সময় মুগীরাহ’র একটি যুবক বয়সের ছেলে পাশ দিয়ে যাচ্ছিল। সে ছিল আমার বয়সী। নবী ﷺ বললেন, যদি এ যুবকটি অধিক দিন বেঁচে থাকে, তবে সে বৃদ্ধ হবার আগেই কেয়ামত সংঘটিত হতে পারে। (সহিহ বুখারী ৬১৬৭)
প্রিয় প্রশ্নকারী ভাই, পৃথিবী কবে ধ্বংস হবে, কেয়ামত কখন হবে–এজাতীয় চিন্তা বেশি না করে নিজের ও পরিবারের ঈমান আমলের প্রতি দায়িত্ববান হওয়া উচিত।