জিজ্ঞাসা–১০৭৮: যদি সূরা ফাতেহা একাধিক বার পড়ি তাহলে কী করণীয়?–লুৎফর রহমান।
জবাব: একই রাকাতে যদি সুরা ফাতিহা দুইবার পড়া হয়, তখন সিজদায়ে সাহু ওয়াজিব হবে। কারণ সেখানে সূরা পড়ায় দেরি হয়ে গেছে। (কিতাবুল আসার লি আবি ইউসুফ ১৮৬; হাশিয়াতুত তাহতাভি ৪৬০; হিন্দিয়া ১/১২৬)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী