জিজ্ঞাসা–১৬৩৬: আমাদের বাবা মারা গিয়েছেন। তার জিম্মায় বেশ কিছু রোজা অনাদায়ী ছিল, কেননা, তিনি ওই রমজানে খুব অসুস্থ ছিলেন। এখন আমরা ভাই বোনেরা মিলে তার উক্ত রোজাগুলো রাখতে চাই। হবে কিনা?–আব্দুল হাদী।
জবাব: আপনার বাবার অনাদায়ী রোজাগুলো তার সন্তানেরা কিংবা অন্য কেউ রাখলে আদায় হবে না। কেননা, আবদুল্লাহ ইবন ওমর রাযি.-কে অন্যের পক্ষ থেকে রোজা রাখা কিংবা অন্যের পক্ষ থেকে নামাজ আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,
لاَ يَصُومُ أَحَدٌ عَنْ أَحَدٍ، وَلاَ يُصَلِّي أَحَدٌ عَنْ أَحَدٍ
কেউ অন্যের পক্ষ থেকে রোজা রাখবে না এবং অন্যের পক্ষ থেকে নামাজ পড়বে না। (মুআত্তা ইমাম মালেক, পৃষ্ঠা ৯৪)
তাই এক্ষেত্রে আপনারা যা করতে পারেন তাহল,
১. আপনার বাবার কাযা রোজার জন্য ফিদয়া আদায় করতে পারেন। অর্থাৎ, প্রতিটি রোজার জন্য কোনো দরিদ্রকে দু’ বেলা খাবার বা তার মূল্য দান করতে পারেন।
১. ঈসালে সওয়াবের (সওয়াব পৌঁছানোর) জন্য নফল রোজা রাখতে পারেন, সাদাকা করতে পারেন কিংবা অন্য কোনো শরিআহ-সম্মত আমল করতে পারেন।