জিজ্ঞাসা–১০৯৩: আসসালামুয়ালাইকুম, আমার বয়স ৩০ বছর, অবিবাহিত। আমি বালেগ অবস্থায় কিছু গুনাহর কাজে জড়িয়ে পড়ি। তখন আমি এগুলা বুঝি নি যে, আমার গুনাহ হচ্ছে। আমি আমার চাচাতো ভাই ও বোনের ছেলেকে বলি, তুমি কি আমাকে কিস করবে, এরপর তারা আমাকে কিস করে। আমিও তাদেরকে শাহওয়াতের সাথে কিস করি এবং আমি হস্তমৈথুন করি। অনেক বার এইভাবে আমি গুনাহ করেছি। এখন আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি এবং অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে সব গুনাহ থেকে ফিরে এসেছি। এখন আমি সাধ্যমতো দ্বীন মানার চেষ্টা করছি। এখন আমি কি কোন নেককার, সৎ মহিলাকে বিবাহ করতে পারবো? আমি সূরা নূর এর ৩নং আয়াত এর অর্থ পড়েছি। পড়ার পর থেকে আমার ভিতরে শুধু ওয়াসওয়াসা আসে যে, আমি পবিত্র, নেক মহিলাকে বিবাহ করলে আমার জিনার গুনাহ হবে। এখন সূরা নূর এর ৩নং আয়াত কি আমাকে নিষেধ করে সৎ, পবিত্র মহিলাকে বিবাহ করতে? আমি কি সৎ পবিত্র মহিলাকে বিবাহ করতে পারবো।? দয়া করে দ্রুত উত্তর দিলে উপকৃত হবো। আমি খুবই ডিপ্রেশনে আছি, এসব বিষয় নিয়ে।–ইচ্ছাকৃতভাবে নাম ঠিকানা প্রকাশ করা হয় নি।
قُلْ يَاعِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। ।(সূরা যুমার ৫৩)
শায়েখ উমায়ের কোব্বাদী