জিজ্ঞাসা–১৬৭: Assalamu Alaikum.Commonly we know that alcohol is completely haram in Islam but we can see in many situations doctors use this. Most importantly we see all Homeopathy doctors use RS (a liquid form of spirit the initial stage of alcohol) in a bottle of water dissolving 3 or 5 pills within it. Now my question is to know whether taking homeopathy medicine is legal (halal) according to Islam or is it illegal (haram).Jazak Allah.— Ashik Ahmed Himu
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
এলকোহল একটি কেমিক্যাল টার্ম, এর দ্বারা সর্বদা মদ বুঝানো হয় না। হোমিওপ্যথিতে ব্যবহৃত এলকোহল সাধারণত মাদক হয় না, অনেক সময় বিষাক্ত হয়, যা পান করলে মাতাল না হলেও মৃত্যু হতে পারে। এ ধরনের এলকোহল মিশ্রিত ওষুধ ব্যবহার বা এলকোহল মিশ্রিত ওষুধ নেশা না আসা পর্যন্ত পান করা বৈধ। ফতোয়ার কিতাবগুলোতে এসেছে,
والمحرم منها أربعة ) أنواع الأول ( الخمر وهي النيء من ماء العنب إذا غلى واشتد وقذف بالزبد وحرم قليلها وكثيرها ) بالإجماع ( و ) الثاني ( الطلاء وهو العصير يطبخ حتى يذهب أقل من ثلثيه وقيل ما طبخ من ماء العنب حتى ذهب ثلثاه وبقي ثلثه ) وصار مسكرا ( وهو الصواب ونجاسته كالخمر ) به يفتي ( و ) الثالث ( السكروهو النيء ماء الرطب )
( و ) الرابع ( نقيع الزبيب وهو النيء من ماء الزبيب ) بشرط أن يقذف بالزبد بعد الغليان ( والكل ) أي الثلاثة المذكورة ( حرام إذا غلي واشتد ) وإلا لم يحرم اتفاقا وإن قذف حرم اتفاقا وظاهر كلامه فبقية المتون أنه اختار ها هنا قولهما
যে সমস্ত এলকোহল খেজুর বা আঙ্গুর দ্বারা বানানো হয় নি, তেমন বস্তু নেশা না আসা পর্যন্তের জন্য ব্যবহার জায়েয ইমাম আবু হানীফা রহ. এবং ইমাম আবু ইউসুফ রহ. এর মতানুসারে। (ফাতহুল কাদীর-৮/১৬০, ফাতওয়ায়ে আলমগীরী-৫/৪১২, আল বাহরুর রায়েক-৮/২১৭-২১৮, ফাতওয়ায়ে মাহমুদিয়া-২৭/২১৯)
শায়েখ উমায়ের কোব্বাদী