জিজ্ঞাসা–১০১৪: হুজুর আমার মা এবং খালাসহ ৩ জন। আমার মা সবার বড়। আমি ছোট থাকতে আমার মা নানা বাড়ি যায়। নানা বাড়ি আমার মেঝো খালা আসে। খালার সাথে তার ছোটো ছেলে আসে। আমার আম্মু এবং আমার মেঝো খালা নানা বাড়ি একসাথে ঘুমায়। আমি আমার মার কাছে ঘুমাই। আমার খালাতো ভাই আমার খালার কাছে ঘুমায়। মাঝরাতে আমার খালাতো ভাই এবং আমি অদল বদল হয়ে যাই। আমি খালার সাইডে ঘুমিয়ে পড়ি এবং আমার খালাতো ভাই আমার মায়ের সাইডে ঘুমিয়ে পড়ে। রাতে আমার মা আমার খালাতো ভাইকে আমি ভেবে ভুলে দুধ পান করায়। এখন আমার প্রশ্ন হলো, আমার খালাতো ভাই কী আমার দুধ ভাই হবে? এই ঘটনা যখন ঘটে তখন আমার বয়স ১ বছর ২ বা ৩ মাস হবে। আর আমার খালাতো ভাই আমার থেকে ৩ মাসের ছোট।–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: দুধসন্তান হওয়ার জন্য অল্প বেশির কোনো পরিমাণ শরিয়ত নির্ধারণ করে নি। সর্বনিম্ন একবার বা এক চুমুক দুধ খেলেই দুধ পানকারী দুধসন্তান হিসাবে গণ্য হয়। সুতরাং আপনার খালাতো ভাই আপনার মায়ের দুধসন্তান এবং আপনার দুধ ভাই হয়ে গিয়েছে। (হেদায়া ২/৩৫০)
শায়েখ উমায়ের কোব্বাদী