জিজ্ঞাসা–৯৯২: কত দিন পর পর স্ত্রী সহবাস করা জায়েজ?–তাজেল খান।
জবাব: ঋতুবতী অবস্থায় স্ত্রীর সাথে সহবাস হারাম। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ أَتَى حَائِضًا أَوِ امْرَأَةً فِي دُبُرِهَا أَوْ كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ
যে ব্যাক্তি ঋতুবতী স্ত্রীর সাথে সহবাস করলো অথবা স্ত্রীর মলদ্বারে সঙ্গম করলো অথবা গণকের নিকট গেলো এবং সে যা বললো তা বিশ্বাস করলো, সে অবশ্যই মুহাম্মাদ ﷺ -এর উপর নাযিলকৃত জিনিসের (আল্লাহ্র কিতাবের) বিরুদ্ধাচরণ করলো। (তিরমিযী ১৩৫ আবূ দাঊদ ৩৯০৪)
এ ছাড়া যেকোনো সময়ে স্ত্রী সহবাসের অনুমতি ইসলামে আছে। এক্ষেত্রে সঙ্গম কত দিন পর পর হবে–তা মূল বিবেচ্য নয়। বরং স্ত্রীর প্রয়োজন ও স্বামীর সক্ষমতাই মূল বিবেচ্য বিষয়। আল মাউসুয়া’তুল ফিকহিয়্যা (৩০/১২৭)-তে এসেছে,
من حقّ الزّوجة على زوجها أن يقوم بإعفافها ، وذلك بأن يطأها
‘স্বামীর ওপর স্ত্রীর অধিকারের মধ্যে অন্যতম হল, স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গমের মাধ্যমে তার পবিত্র জীবন যাপনের প্রতি যত্নশীল হবে।’
আরো পড়ুন- ☞ স্বামী যদি স্ত্রীর চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় তাহলে তার হুকুম কী? ☞ স্বামীর প্রতি অবিশ্বাস থাকায় মানসিক অশান্তিতে আছি; কী করব? ☞ স্বামী স্ত্রীর মাঝে আদর্শিক দ্বন্দ্ব; তাহলে কি তালাকের উপদেশ দিব? ☞ স্ত্রীর হায়েজ বা নেফাস অবস্থায় স্বামীর চাহিদা পূরণ করার উপায় আছে কি? ☞ আমার স্বামী ভাল মানুষ; কিন্তু নামাজ পড়ে না; কী করব? ☞ স্বামী-স্ত্রী কে কোন পাশে ঘুমাবে? ☞ রুমে কেবল স্বামী স্ত্রী থাকলে বস্ত্রহীন হয়ে কি ঘুমানো যায়? ☞ স্বামীও স্রী কি একসাথে জামাতে সালাত অাদায় করতে পারেন? ☞ ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত’ কথাটা সত্য কিনা? ☞ বৌয়ের দুধ স্বামীর মুখে দিতে পারবে কি? ☞ স্ত্রীকে বোন,স্বামীকে ভাই বলে সম্বোধন করা যাবে কি? ☞ নারীর রূপচর্চা : বৈধতা ও অবৈধতার সীমারেখা ☞ পুত্রবধূ শশুরের সাথে সফরে যেতে পারবে কিনা? ☞ ইসলামে বিয়ের বয়স কত? ☞ ডেলিভারির জন্য অমুসলিম মহিলা ডাক্তারের কাছে যাওয়া যাবে কি? ☞ গর্ভাবস্থায় সহবাসের হুকুম কি? ☞ সংসার সুখের হয় দু’জনের গুণে ☞ স্ত্রীর হাতে সংসারের খরচের সব টাকা তুলে দেয়া যাবে কি? ☞ গর্ভবতী মায়ের ১০ আমল ☞ জন্মনিয়ন্ত্রণের বৈধ পদ্ধতি আছে কি? ☞ শশুর-শাশুড়িকে বাবা-মা ডাকা যাবে কি? ☞ মোহর: স্ত্রী মাফ করে দিলে মাফ হয় কিনা? ☞ গর্ভবতী-মায়ের নামাজ এবং কিছু পরামর্শ