জিজ্ঞাসা–১৬০৯: আমার দোকান থেকে গানের কনসার্টের জন্য ডেকোরেটর সামগ্রী ভাড়া দেই, তাহলে অসুবিধা আছে কি? এতে আমার গুনাহ হবে কি?–আবু হানিফ।
জবাব: গানের কনসার্ট, মঞ্চ নাটকের জন্য মাইক, সাউন্ডসিস্টেম ও ডেকোরেটর সামগ্রী ভাড়া দেওয়া সরাসরি গুনাহের কাজে সহযোগিতার অন্তর্ভুক্ত। আর গুনাহের কাজে সহযোগিতা করাও গুনাহ এবং নিষিদ্ধ। কুরআনে কারীমে ইরশাদ হয়েছে–
وَ لَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَ الْعُدْوَانِ.
গুনাহ ও যুলুমের কাজে একে অপরকে সহযোগিতা করো না। –সূরা মায়িদা (৫) : ২
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে গানের কনসার্ট ও মঞ্চ নাটকের জন্য ডেকোরেশন সামগ্রী ভাড়া দেওয়া জায়েয হবে না এবং এর থেকে প্রাপ্ত অর্থও বৈধ নয়। (মাসিক আল কাউসার, জুলাই ২০২২ ইং)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী