জিজ্ঞাসা–১৮০৫: অনেক দিন ধরে কাপড়ে পেসাব লাগার ফলে সেখানে হলুদ দাগ হয়ে গেছে‚ যা বারবার ধোয়ার পরেও উঠে না। এখন প্রশ্ন, ওই পোশাক পরে কি নামাজ আদায় হবে?–শাহজালাল আহমেদ।
জবাব: কাপড়ে নাপাকি লাগলে তিনবার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং প্রত্যেকবার ভালো করে চাপ দিয়ে নিংড়াতে হবে। ভালো করে নিংড়িয়ে ধোয়ার পরও যদি দুর্গন্ধ থেকে যায় কিংবা দাগ থাকে তাতে কোনো দোষ নেই। এতেই কাপড় পবিত্র হয়ে যাবে এবং ওই কাপড়ে নামায পড়া যাবে। (বেহেশতি জিওর, উর্দূ ২/৭৭)
হাদিস শরিফে এসেছে,আসমা রাযি. থেকে বর্ণিত,
أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ -فِي دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ- تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، ثُمَّ تَنْضَحُهُ، ثُمَّ تُصَلِّي فِيهِ
হায়েযের রক্ত কাপড়ে লেগে যাওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘পানি দিয়ে ঘষা দিবে তারপর পানি দ্বারা ভালোভাবে ধৌত করবে। অতঃপর সলাত আদায় করবে।’ (বুখারী ২২৭,৩০৭)
শায়েখ উমায়ের কোব্বাদী