জিজ্ঞাসা–১২১৪: কাপড়ে মযী লাগলে কি ওই জায়গায় পানি ছিটিয়ে দিলেই হবে নাকি পানি দিয়ে ধুতে হবে? অনেক আলেম বলছেন, পানি দিয়ে ধুতে হবে. আবার দু’য়েকজন বলেছেন, পানি ছিটিয়ে দিলেই হবে। আমার পক্ষে বার বার কাপড় বদলানো বা ধোয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে; কী করব?– kazi Aran
জবাব: শরিয়তের দৃষ্টিতে মযী বা কামরস নাপাক। এটি শরীরে বা কাপড়ে লাগলে, যেখানে লেগেছে ওই জায়গা ধুয়ে নেয়া আবশ্যক। আলী রাযি. বলেন,
كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ رَجُلًا أَنْ يَسْأَلَ النَّبِيَّ ﷺ ، لِمَكَانِ ابْنَتِهِ، فَسَأَلَ فَقَالَ: تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ
আমার অধিক মযি বের হত। নবী ﷺ এর কন্যা আমার স্ত্রী হওয়া লজ্জার কারণে আমি একজনকে এ বিষয়ে জিজ্ঞেস করতে পাঠালাম। তিনি প্রশ্ন করলে রাসূল ﷺ তাকে বললেন যে, তুমি ওযূ কর ও লজ্জাস্থান ধুয়ে ফেল। (বুখারী ২৬৯)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী