জিজ্ঞাসা–১৪৬৫: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ পাঠ করার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে হবে কিনা?–মোঃ হেলাল উদ্দিন।
জবাব: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ; মূল তো এই পর্যন্তই। সুতরাং এই কালিমা পাঠ করার পর ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলা আবশ্যক নয়। তবে যেহেতু রাসূলুল্লাহ ﷺ-এর নাম নিলে দুরুদ পাঠ করার বিধান বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, সেহেতু কালিমাটি পাঠ করার পর ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলা নিষেধ নয়। তবে সতর্কতার দাবী হল, ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলার সময় স্বর কিছুটা পরিবর্তন করা, যেন এটি কালিমার অংশ হওয়ার সন্দেহ না হয়। (ফাতাওয়া উসমানী ১/৫৪,৫৫)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী