জিজ্ঞাসা–১৭৬০: আমি পশ্চিম দিকে সোজাভাবে নামাজ পড়তে পারব কি না? কাবা শীরীফ পশ্চিম দিক থেকে একটু ক্রস, তাহলে কি নামাজ হবে না?–RAJIUL SK
জবাব: নামাজ শুদ্ধ হওয়ার জন্য কিবলামুখী হওয়া পূর্ব শর্ত। কিবলা কোন দিকে তা জানা থাকা সত্ত্বেও ওই দিকে ফিরে নামাজ না পড়লে ওই নামাজ বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে মূলনীতি হল, যে ব্যক্তি সরাসরি বাইতুল্লাহ দেখতে পায় তার জন্য সরাসরি বাইতুল্লাহমুখী হওয়া আবশ্যক। পক্ষান্তরে যে ব্যক্তি সরাসরি বাইতুল্লাহ দেখতে পায় না, তার জন্য আবশ্যক হল, বাইতুল্লাহ যে দিকে ওই দিকে ফিরে নামাজ পড়া। একারণেই ফকিহগণ বলেন, কোনো ব্যক্তি নামাজে কিবলা থেকে ৪৫ ডিগ্রির চেয়ে বেশি ঘুরে গেলে ধরা হবে যে, সে আর কিবলামুখী নেই। সুতরাং তখন তার নামাজ বাতিল হয়ে যাবে। (https://darulifta-deoband.com/home/ur/Salah-Prayer/17235) কেননা, আল্লাহ তাআলা বলেন,
فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ
এখন আপনি মসজিদুল-হারামের দিকে মুখ করুন এবং তোমরা যেখানেই থাক, সেদিকে মুখ কর। (সূরা বাকারা ১৪৪)
শায়েখ উমায়ের কোব্বাদী