জিজ্ঞাসা–৬৯৯: কুকুরের পায়খানা যদি আমার জুতায় লাগে কিংবা আমার শরীরে লাগে তাহলে করণীয় কি? গোসল করতে হবে কি না?–আম্বিয়া পারভীন।
জবাব: কুকুরের পায়খানা নাজাসাতে গালিযা। আর এ ধরণের নাজাসাত শরীরে বা অন্য কোথাও লাগলে গোসল ওয়াজিব হয় না। বরং ওই নাজাসাত এমনভাবে দূর করা ওয়াজিব হয় যাতে তার কোনো চিহ্ন অবশিষ্ট না থাকে। কেননা, আল্লাহ তাআলা বলেন, وَثِيَابَكَ فَطَهِّرْ আপন পোশাক পবিত্র করুন। (সূরা মুদ্দাসসির 8)
বিস্তারিত জানার জন্য পড়ুন জিজ্ঞাসা নং–৪৯৮।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
মাওলানা উমায়ের কোব্বাদী