জিজ্ঞাসা–১২১৭: আমার মেয়ের আকিকার জন্য তার নানার বাড়ি থেকে একটি ছাগল দিয়েছে।এটি কি কোরবানির দিন আমি জবাই দিতে পারব? এতে কি মেয়ের আকিকা হবে? তাছাড়া বাসায় কোরবানির খরছ আমার বাবা বহন করবে।–রোকন।
জবাব: জন্মের সপ্তম দিনে আকিকা করা উত্তম। সপ্তম দিনে সম্ভব না হলে ১৪ বা ২১ তম দিনে করা ভালো। কেননা হাদীস শরীফে এই তিন দিনের উল্লেখ আছে। বুরাইদা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন,
الْعَقِيقَةُ تُذْبَحُ لِسَبْعٍ وَلأَرْبَعَ عَشْرَةَ وَلإِحْدَى وَعِشْرِينَ
আকিকার পশু সপ্তম বা চৌদ্দতম বা একুশতম দিনে যবাই করা হবে। (আলমুজামুল আওসাত ৫/১৩৬ বাইহাকি ৯/৩০৩)
এ তিন দিনেও করা না হলে পরে যে কোনো দিন আকিকা করা যেতে পারে। কুরবানির দিনগুলোতেও করা যেতে পারে। কেননা, কোনো হাদীসে এই দিনগুলোতে আকিকা করতে নিষেধ করা হয় নি।
এবিষয়ে আরও বিস্তারিত জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা–৩৮৪
শায়েখ উমায়ের কোব্বাদী