জিজ্ঞাসা–১৫২২: পেশাদার ক্রিকেট থেকে ইনকাম করা কি জায়েজ?–আরিফ শাহরিয়ার।
জবাব: বহুবিধ কারণে ক্রিকেটকে অর্থ উপার্জনের পেশা হিসেবে গ্রহণ করা জায়েয হবে না। যেমন–
১. এটি খেলার মধ্যে ডুবে থাকার প্রতি ইঙ্গিত করে। অথচ আল্লাহ তাআলার ভাষায়; এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা বলত, إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلُعَبُ আমরা তো কথার কথা বলছিলাম এবং খেলা করছিলাম। (সূরা তাওবা ৬৫)
২. ফকিহগণ বলেছেন, لا یجوز علی الغناء والنوح والملاهي ‘গান, নাওহাহ ও বিনোদনের মাধ্যমে অর্থ উপার্জন জায়েয নেই। (তাবইয়ীনুল হাকায়িক, বৈরুত, ১১৮)। কেননা, আল্লাহ তাআলা বলেন,
وَالَّذِیْنَ ہُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَ
মুমিনরা অনর্থক কাজ থেকে বিরত থাকে। (সূরা মুমিনূন ০৩)
৩. তাছাড়া ক্রিকেটারদের প্রাপ্ত অর্থের (মাসিক বেতন, ম্যাচ ফি, পুরস্কার) অধিকাংশই আসে হারাম উৎস থেকে। যেমন বাংলাদেশের প্লেয়াররা মাসিক যে অর্থ পায় সেটা সরকার থেকে নয়; বিসিবি থেকে আসে। যার অর্থের উৎস হালাল-হারাম মিশ্রিত। আবার বৈশ্বিক টুর্নামেন্ট কিংবা ম্যাচ-ফি, পুরস্কারের অর্থের বড় অংক আইসিসি থেকে সরাসরি আসে। যার বেশিরভাগ হারাম। সুতরাং ক্রিকেটকে কোনভাবেই পেশা হিসেবে গ্রহণ করা জায়েয হবে না।
শায়েখ উমায়ের কোব্বাদী