জিজ্ঞাসা–৬২২: ক্ষত স্থান থেকে কষ বের হলে তা নাপাক কিনা? এবং কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে কিনা?–রুহুল আমিন।
জবাব: ক্ষতস্থান থেকে কষ বা পানি বের হয়ে যদি গড়িয়ে না পড়ে তাহলে তা নাপাক নয় এবং তার দ্বারা অযু ভাঙ্গে না। কেননা, ما ليس بحدث ليس بنجس যা (বের হওয়ার কারণে) অযু ভাঙ্গে না, তা নাপাক নয়। (আদ্দুররুল মুখতার ১/১৩০)
পক্ষান্তরে যদি গড়িয়ে পড়ে তাহলে তা নাপাক এবং তার দ্বারা অযু ভেঙ্গে যাবে। (ফাতাওয়া দারুল উলুম ১/১১১)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী