জিজ্ঞাসা–১০১: আমাদের গ্রামের বাড়িতে বর্ষাকালে পিপড়ার উপদ্রব হয়। তখন চুলা থেকে গরম ছাই নিয়ে সেগুলো মেরে ফেলা হয়। তারপর ঝাড়ু দেয়া হয়। এতে কোনো গোনাহ হয় কিনা?–আরিফুল ইসলাম।
জবাব: কোনো ক্ষতিকর প্রাণীকেও আগুনে পুড়িয়ে মারা জায়েয নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
وَإِنَّ النَّارَ لاَ يُعَذِّبُ بِهَا إِلَّا اللَّهُ
আল্লাহ ব্যতীত আর কারো অধিকার নেই আগুন দিয়ে শাস্তি দেওয়ার। (সহীহ বুখারী, হাদীস ৩০১৬)
উক্ত পদ্ধতিতে যেহেতু পিপড়া আগুনে পুড়ে মারা যায় তাই তা জায়েয হবে না; বরং গুনাহ হবে। (আলমুহীতুল বুরহানী ৮/৯৪; ফাতাওয়া হিন্দিয়া ৬/৩৬১)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন