জিজ্ঞাসা–৩১৮: কয় দিক ফিরে পেশাব করা নিষেধ?– মোঃনুরুদ্দীন বিন নিজাম : [email protected]
জবাব: কিবলামুখী হয়ে এবং কিবলার দিকে পিঠ দিয়ে পেশাব-পায়খানা করা নষেধ। এমর্মে বহু হাদিস আছে। যেমন, এক হাদিসে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّمَا أَنَا لَكُمْ بِمَنْزِلَةِ الْوَالِدِ أُعَلِّمُكُمْ، فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ، فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا، وَلَا يَسْتَطِبْ بِيَمِينِهِ
আবূ হুরাইরাহ্ রাযি. সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমি তোমাদের জন্য পিতৃতুল্য, তোমাদেরকে আমি দ্বীন শিক্ষা দিয়ে থাকি। তোমাদের কেউ পায়খানায় গেলে কিবলামুখী হয়ে বসবে না এবং কিবলার দিকে পিঠ দিয়েও বসবে না, আর ডান হাতে শৌচ করবে না। (মুসলিম,পবিত্রতা অধ্যায়)
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
আরো পড়ুন: