জিজ্ঞাসা–৪৩৩: আসসালামু আলাইকুম। বিয়ের কাবিননামায় আমাকে খোলা করার অনুমতি দেয়া হয়েছিলো কিনা জানিনা। আমার স্বামী বিদেশে থাকাবস্থায় খোলা করার জন্য আমি নোটিশ পাঠিয়েছি এবং আমার কাছে তার ভাইয়ের মাধ্যমে খবর পাঠিয়েছে এতে উনি রাজি আছেন। এতে কি আমার তালাক হয়ে গেছে? ইদ্দত কবে থেকে শুরু হবে?–সিদরাতুলমুনতাহা
জবাব: وعليكم السلام ورحمة الله
যদি বাস্তবেই আপনার স্বামীর সম্মতি থাকে তাহলে খোলা হয়ে যাবে এবং খোলা দ্বারা বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ ﷺ جَعَلَ الْخُلْعَ تَطْلِيقَةً بَائِنَةً
ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূল ﷺ খোলাকে এক তালাকে বাইন সাব্যস্ত করেছেন। (সুনানে দারাকুতনী ৪০২৫, মুসান্নাফ ইবনে আবী শাইবা ১৮৪৪৮ আসসুনানুল কুবরা লিলবায়হাকী ১৪৮৬৫)
আর আপনার ইদ্দত শুরু হবে, খোলা তালাক সম্পন্ন হওয়ার পরবর্তী সময় থেকে তিন হায়েয পরিমাণ। তিন হায়েয শেষ হওয়ার আগে আপনার জন্য অন্য কারো সাথে বিবাহ করা জায়েয হবে না। আল্লাহ তাআলা বলেন,
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ ۚ
আর তালাকপ্রাপ্তা নারী নিজেকে অপেক্ষায় রাখবে তিন হায়েয পর্যন্ত। (সূরা বাকারা-২২৮)
শায়েখ উমায়ের কোব্বাদী