জিজ্ঞাসা–১৪৫৫: গরম পানিতে উড়ন্ত মশা পড়ে গেলে সে পানি খাওয়া যাবে কিনা?–nusrat
জবাব: পানিতে মশা, মাছি পড়লে তা নাপাক হয় না বিধায় মশা, মাছি উঠিয়ে ফেলে বা ছেঁকে ফেলে তা খাওয়া জায়েয হবে। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِذَا وَقَعَ الذُّبَابُ في إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ كُلَّهُ، ثُمَّ لِيَطْرَحْهُ، فإنَّ في أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً، وفي الآخَرِ دَاءً
যখন তোমাদের কারও কোন খাবার পাত্রে মাছি পড়ে, তখন তাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিবে, তারপর ফেলে দিবে । কারণ,তার এক ডানায় থাকে রোগ মুক্তি , আর অন্য ডানায় থাকে রোগ জীবানু। (সহিহ বুখারী ৫৭৮২)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী