জিজ্ঞাসা–১৬৭৩: আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলোঃ গরুর অন্ডকোষ খাওয়া হালাল নাকি হারাম?–আরিফুল ইসলাম।
জবাব: وعليكم السلام ورحمة الله
হালাল প্রাণীর অণ্ডকোষ খাওয়া মাকরুহে তাহরিমি। (আহসানুল ফাতাওয়া ৭/ ৪০৭)
মুজাহিদ রহ. থেকে বর্ণিত,
كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا : الدَّمَ ، وَالْمَرَارَ ، وَالذَّكَرَ ، وَالأُنْثَيَيْنِ ، وَالْحَيَا ، وَالْغُدَّةَ ، وَالْمَثَانَةَ
রাসূলুল্লাহ ﷺ বকরির রক্ত, পিত্ত, পুরুষ লিঙ্গ, অন্ডকোষ, স্ত্রী লিঙ্গ, চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোশত, মুত্রথলি অপসন্দ করতেন। (আসসুনানুল কুবরা ১৮১৩০)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন