জিজ্ঞাসা–১৬৮১: গাঁজা খাওয়া কি হারাম?–শামীম হুসাইন।
জবাব: গাঁজা সেবন করা হারাম। কেননা, যে দ্রব্যই মানুষের বিবেক-বুদ্ধি আচ্ছন্ন করে, অনুভূতি ও বিচার-বুদ্ধি, বোধশক্তি ও সিদ্ধান্ত গ্রহণ শক্তি হরণ বা কোন রূপ প্রভাবিত করে, তাই খামর বা মাদকদ্রব্য নামে অভিহিত। আল্লাহ ও তাঁর রাসূল ﷺ সে জিনিসকেই চিরদিনের তরে হারাম করেছেন। আর বলা বাহুল্য যে, গাঁজা, আফিম, কোকেন, প্রভৃতি এই পর্যায়েরই জিনিস।
এর দলিল হল, উমর রাযি. মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দানকালে কুরআনে ব্যবহৃত خمر শব্দের তাৎপর্য বোঝাতে গিয়ে বলেন,
والخمرُ ما خامَرَ العقلَ
আর যা মানুষের বিবেকবুদ্ধি বিলোপ করে দেয়, তা-ই মদ। (সহিহ মুসলিম ৩০৩২)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন